২ শিশুর মহানুভবতায় আপ্লুত মেয়র টিটু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-28 23:49:15

ময়মনসিংহ নগরের বাসিন্দা ১২ বছরের শিশু নিলয় সরকার। নিজের স্বপ্ন পূরণের জন্য কয়েক বছর ধরে স্বল্প বেতনভোগী বাবা ও পরিবারের সহযোগিতায় কিছু সঞ্চয় গড়ে তোলে সে। ইচ্ছা ছিল জমানো টাকা দিয়ে কিনবে একটি নতুন সাইকেল। সেই স্বপ্ন প্রায় চূড়ান্ত ধাপে, আর কদিন বাদেই তার সঞ্চয়ের টাকা দিয়ে বাবার হাত ধরে কেনার কথা কাঙ্ক্ষিত সেই সাইকেলটি।

তবে করোনা প্রাদুর্ভাবে অসহায় মানুষের কষ্ট-দুর্দশার কথা চিন্তা করে কয়েক বছরের সেই সঞ্চিত অর্থ ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মানবিক সহায়তা তহবিলে দান করলো নিলয়।

নিলয়ের মতোই আরও এক শিশু সাদমান হোসেন (১১)। তার বাবার একজন স্বল্প আয়ের সাধারণ মানুষ। এবার ঈদে নতুন জামা-জুতা কেনার জন্য জমিয়েছিল বেশ কিছু টাকা। তবে সেও তার সেই ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে জমানো সেই টাকা দিয়ে দিল মসিকের ত্রাণ তহবিলে।

সম্প্রতি মসিক কার্যালয়ে মেয়র ইকরামুল হক টিটুর হাতে সেই অর্থ তুলে দেয় নিলয় ও সাদমান। করোনা সংকটে দুই শিশুর এ ধরনের মহানুভবতায় আবেগ-আপ্লুত সিটি মেয়র।

তিনি বলেন, 'অনেকের সামর্থ্য থাকা সত্ত্বেও দ্বিধা দ্বন্দ্বের মধ্যে এ সংকটময় দিনগুলো পার করছে। কিন্তু শিশু দুটি তাদের স্বপ্ন পূরণে সঞ্চিত অর্থগুলো মানবতার ডাকে স্বপ্ন বিসর্জন দিয়ে, চোখের কোনে সঞ্চিত জল দিয়ে বুঝিয়ে দিল শিশু হলেও তারা মানবতার ডাকে স্বপ্নকেও ছাড় দিতে পারে। এদের কাছ থেকে সমাজের প্রতিটি মানুষের শিক্ষা নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই দুঃসময় শিশুরাও যে অসহায়দের পাশে এসে দাঁড়াতে পারে তা এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকল।’

এ সম্পর্কিত আরও খবর