ঢাকা: গুজব রটিয়ে সহিংসতার আহবান জানানোর অভিযোগে আটক শিক্ষার্থী লুৎফন্নাহার লুমার ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) মহানগর মুখ্য হাকিমের কাছে প্রেরণ করে ৫ দিনের এই রিমান্ড আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এমডি নাজমুল ইসলাম।
সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের সূত্রে জানা যায়, এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে সহিংসতার আহবান জানানোর অভিযোগে বুধবার (১৫ আগস্ট) সিরাজগঞ্জ এর বেলকুচি থেকে ইডেন কলেজের শিক্ষার্থী লুৎফন্নাহার লুমাকে গ্রেফতার করে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
পরে তাকে রমনা থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এক মামলায় গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোবাইলসহ ফেসবুক আই ডি ও গ্রুপ সমুহ জব্দ করা হয়।
আরও জানা যায়, সে ফেসবুক পোস্টসহ নানান কন্টেন্ট পোস্ট ও শেয়ার করে স্বাভাবিক আন্দোলনকে সহিংস করতে ভুমিকা রাখে বলে তদন্তে জানা যায়।
রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এর আসল উদ্দেশ্য ও রহস্য জানা যাবে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এমডি নাজমুল ইসলাম।
উল্লেখ্য ,লুৎফন্নাহার লুমা কোটা সংস্কার আন্দোলনের একজন অন্যতম নেত্রী এবং অনলাইন এক্টিভিস্ট।