সাত হাজার ৪.৫ জি সাইট নিয়ে দেশের বৃহত্তম ৪.৫জি নেটওয়ার্ক রবি`র

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 12:22:39

ঢাকা: বাংলাদেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড গত ১১ আগস্ট সাত হাজার ৪.৫জি সাইটের মাইলফলকে পৌঁছেছে। এর ফলে দেশের ৫৪৪টি থানার মধ্যে ৫৩২টি থানায় এবং ৪৯০টি উপজেলার মধ্যে ৪৭৭টি উপজেলায় ৪.৫ জি নেটওয়ার্ক বিস্তৃত করেছে রবি যার আওতায় রয়েছে ৬৪ শতাংশ জনসংখ্যা।

এর মানে দেশের প্রতি তিন জনের মধ্যে দুই জনই এখন রবি’র ৪.৫জি নেটওয়ার্কের আওতাভূক্ত। রবিই প্রথম ডিজিটাল অপারেটর যারা ৩০ লাখ ৪.৫ জি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে।

রবি’র চিফ টেকনোলজি অফিসার মেধাত আল হোসেনি বলেন, দেশজুড়ে ৪.৫ জি নেটওয়ার্কের বিস্তৃতি নিয়ে আমরা শুরু থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। গত ২০ ফেব্রুয়ারি দেশের ৬৪টি জেলায় ৪.৫জি সেবা চালু করেছে রবি। এই সেবা চালু হওয়ার পর থেকে জুন মাস পর্যন্ত ৬ হাজার ১শ’টি ৪.৫ জি সাইট এবং ছয় মাসের কম সময়ের মধ্যে সাত হাজার ৪.৫ জি সাইটের মাইলফলকে পৌঁছানোর গৌরব অর্জনে করেছি। বর্তমানে বাংলাদেশের ৯৮ শতাংশ থানা ও উপজেলা রবি’র ৪.৫ জি সেবার আওতায় রয়েছে। শহুরে মানুষের সাথে গ্রামীণ জনগোষ্ঠীকেও ডিজিটাল বাংলাদেশের আওতায় এনেছে রবি। দেশে বৃহত্তম ৪.৫জি নেটওয়ার্ক নিশ্চিত করে টেলিযোগাযোগ শিল্পে এক্ষেত্রে নিজেদের শীর্ষ অবস্থান আরো দৃঢ় করেছে রবি।”

 

এ সম্পর্কিত আরও খবর