ডিসেম্বরে বিআরটিসি বহরে যোগ হচ্ছে ১০০ বাস ও ৫০০টি ট্রাক

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 14:54:32

 

ঢাকা: বিআরটিসি বহরে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে যোগ হচ্ছে ১০০ বাস ও ৫০০টি ট্রাক। ইন্ডিয়ান লাইন অব ক্রেডিটের আওতায় ৩৬ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৯৩৫ টাকা দিয়ে এসব বাস কেনা হচ্ছে। আর ৫০০টি ট্রাক কেনা হবে ৭৩  কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ৬৫৩ টাকায়।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে বাস ও ট্রাক কেনার চুক্তি সম্পাদন করা হয়।

এর আগে দরপত্র প্রক্রিয়ায় নিধারিত হয় ভারতের টাটা ও আইচার থেকে এসব বাস ট্রাক কেনা হবে।

দরপত্রে বিআরটিসির পক্ষে সাক্ষর করেন চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া।

জানানো হয়, ৬০০টি বাস সংগ্রহের টার্গেট নিয়েছে বিআরটিসির। এর মধ্যে ১০০টি একতলা নন-এসি বাসের চুক্তি করা হলো। তার সঙ্গে  ১০ শতাংশ যন্ত্রাংশ ও সংশ্লিষ্ট অন্যান্য সেবা বাবদ ব্যয় হচ্ছে ৩২লাখ ৫৩ হাজার ৬৮৭ টাকা।

আর বিআরটিসি’র ৫০০ ট্রাক সংগ্রহ প্রকল্পের অধীনে ১০ টনের ১৫০টি ট্রাক ২৩ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৪৫০ টাকায় কেনা হচ্ছে। সঙ্গে পাওয়া যাবে ১০ শতাংশ যন্ত্রাংশ ও সংশ্লিষ্ট অন্যান্য সেবা। প্রতিটি ট্রাকের দাম পড়েছে বাংলাদেশী ১৪ লাখ ২ হাজার ৮১২ টাকা। এটি সরবরাহ করা হচ্ছে ভারতীয় টাটা কোম্পানী থেকে।

আরও ৩৫০টি ট্রাক কেনা হচ্ছে ভারতীয় ভিই কমাশিয়াল ভিউক্যাল লিমিটেড থেকে। ১০ শতাংশ যন্ত্রাংশ ও সংশ্লিষ্ট অন্যান্য সেবা সহ মূল্য পড়েছে  ৪৯ কোটি ৯৭ লাখ ৩৩ হাজার ৬৫৩ টাকা।  প্রতিটি ট্রাকের একক মূল্য ১৩ লাখ ২ হাজার ৩১২ টাকা।

বিআরটিসি চেয়ারম্যান জানান আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাস ও ট্রাকের প্রথম চালান বিআরটিসি’র বহরে যুক্ত হবে।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো শফিক আহমেদ।

এ সম্পর্কিত আরও খবর