ঘূর্ণিঝড় 'আম্পান' মোকাবিলায় পটুয়াখালী জেলায় ৭৫৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রগুলোতে এ পর্যন্ত মোট দুই লাখ পাঁচ হাজার ৬৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ মে) দিনগত মধ্য রাতে পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার বিভিন্ন সাইক্লোন শেল্টার সেন্টার (ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র) পরিদর্শন করেন। এদিকে আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে সেহেরি ও ইফতারের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য বিভিন্ন আশ্রয়কেন্দ্রের নিচতলায় খিচুরি রান্না করতে দেখা গেছে।
জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, যেহেতু ঘূর্ণিঝড়টি আমাদের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে, তাই সরকারি নির্দেশনা মেনে প্রত্যেককে সুশৃঙ্খলভাবে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার অনুরোধ করছি।
একই সাথে সবাইকে করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।