ভোলার নিম্নাঞ্চল প্লাবিত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা | 2023-08-09 05:04:57

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

ঢালচর, চর নিজাম ও কাজির চরসহ নিম্নাঞ্চল ৩ থেকে ৫ ফুট পানিতে তলিয়ে গেছে।

ফসলি জমি পানিতে তলিয়ে গেছে

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইতিপূর্বে অন্য কোনো ঝড়ে এতো পানি দেখেনি তারা। ক্রমশই পানির পরিমাণ বেড়ে চলেছে। তবে অধিকাংশ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসায় ভোগান্তি অনেকটা কমলেও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঢালচরের বাসিন্দা মাফুজ জানান, বাড়িতে পানি ওঠায় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। চর নিজাম‌ের বাসিন্দা মনজু ফরাজি জানান, পানিতে তার ফসল ডুবে গেছে।

এ সম্পর্কিত আরও খবর