তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলায়: নেতা লুমা রিমান্ডে

জেলা, জাতীয়

কোর্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 02:24:03

 

ঢাকা: রমনা মডেল থানায় দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুর নাহার লুমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম লুমার ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষে নূর উদ্দিন, জায়েদুর রহমানসহ প্রমুখ আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। 

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে লুমার তিনদিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খিদ্রচাপড়ি এলাকায় দাদার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট ও বেলকুচি থানার পুলিশ।

আরও পড়ুন, লুৎফন্নাহার লুমার ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

এ সম্পর্কিত আরও খবর