ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে নোয়াখালীর হাতিয়ায় সুখচর ও নলচিড়ার বেড়িবাঁধ ভেঙে ৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া কাঁচা ঘর ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে হাতিয়ায় ২ শতাধিক কাঁচা ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ৩টি গ্রাম প্লাবিত হয়ে ৮টি মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে হাতিয়ার প্রায় ২৫ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছিল।
নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাশ জানান, ঘূর্ণিঝড় থেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে থেকে লোকজন তাদের বাড়িতে ফিরে যাচ্ছেন। জেলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি ও সতর্ক সংকেত উঠিয়ে ফেলা হয়েছে।