রাজশাহীতে আম্পানে ১২০ কোটি টাকার আমের ক্ষতি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-12 02:56:41

দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনে কিছুটা দুর্বল হয়ে উত্তরাঞ্চল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় আম্পান। খুব বেশি গতি নিয়ে উত্তরের জেলা রাজশাহীতে আঘাত না করলেও আম নামানোর আগ মূহুর্তের এই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় শুধু আমের ক্ষতেই হয়েছে প্রায় ১২০ কোটি টাকার।

শুক্রবার (২২ মে) আম্পানে জেলা জুড়ে ক্ষয়ক্ষতির পুরো চিত্র তুলে ধরে প্রতিবেদন আকারে সরকারের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক বার্তা২৪.কমকে এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে জেলার প্রত্যেক উপজেলায় কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে ক্ষয়-ক্ষতি নিরূপুনের চেষ্টা করা হয়। যে তথ্য উঠে এসেছে- তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমচাষীরা। সর্বনিম্ন দর ধরে হিসেব করেও ১১৫ থেকে ১২০ কোটি টাকার আমের ক্ষতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মৌসুমি ফল আম ও লিচু ছাড়াও কিছু কৃষি ফসলেরও ক্ষতি হয়েছে। সেটা খুব বেশি নয়। বোরো ধান জমিতে নুইয়ে পড়েছে। তবে ধান পেকে যাওয়ায় কৃষক এখন দ্রুত কেটে নিতে পারলে বেশি ক্ষতি হবে না। আর বসতভিটা-ঘরবাড়িও তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।’

এদিকে, ঝড়ে পড়া আম চাষিদের থেকে কিনে ত্রাণ হিসেবে দেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে হামিদুল হক বলেন, ‘ত্রাণ হিসেবে রাজশাহীতে আম দেয়ার বিষয়টা কেমন হয়ে যায়! এখানে মৌসুমে আমের তো অভাব নেই। বরং আম প্রক্রিয়াজাত করে বিভিন্ন খাদ্য তৈরিকারী প্রতিষ্ঠানে কীভাবে রাজশাহীর কৃষকদের ঝড়ে পড়া আম বিক্রির ব্যবস্থা করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি।’

জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামসুল হক বার্তা২৪.কম-কে বলেন, ‘ঝড়ের পরপরই খোঁজ-খবর নিয়ে আমরা ধারণা করছিলাম ২০ শতাংশ হয়তো ঝরে পড়েছে। তবে মাঠের চিত্র কিছুটা ভিন্ন। আমরা ঘুরে দেখেছি- জেলায় গড়ে ১৫ শতাংশ আম ঝরে গেছে। স্বাভাবিক বাজারমূল্যে উৎপাদন লক্ষ্যমাত্রার ১৫ শতাংশ ক্ষতি ধরে হিসেব করে মোট ক্ষতি বের হয়ে আসবে।’

তিনি আরও বলেন, ‘কৃষি ফসলের মধ্যে বোরো ধান নুইয়ে পড়েছে। অধিকাংশ ক্ষেতের ধান পেকে যাওয়ায় কৃষকরা কেটে নিতে পারবেন। হয়তো শ্রমিক আগের চেয়ে কিছুটা বেশি লাগতে পারে। এছাড়া লিচু, ভুট্টা, পান বরজের স্বল্প পরিমাণে ক্ষতি হয়েছে।’

ঝরে পড়া আম কুড়িয়ে নিচ্ছে মানুষ

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, চলতি বছর রাজশাহী জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৭৮ মেট্রিক টন। সেই হিসেবে ১৫ শতাংশ ক্ষতি হারে প্রায় ৪৪ হাজার মেট্রিকটন আম নষ্ট হয়েছে। জেলার বাঘা, চারঘাট, পুঠিয়াসহ বিভিন্ন উপজেলায় গাছে যে পরিমাণ আম ধরেছিল, তাতে সহজে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কথা।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন বার্তা২৪.কম-কে জানান, বুধবার (২০ মে) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে আম্পান পাবনা অঞ্চল হয়ে রাজশাহীতে প্রবেশ করে। আম্পানের যে গতিবেগ ছিল তা রাজশাহী পৌঁছার আগেই দুর্বল হয়ে পড়ে।

ঝড় হিসেবেই রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রবেশ করে আম্পান। ওই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫৯ কিলোমিটার। এর স্থায়িত্ব ছিল মাত্র তিন মিনিট। এর আগে আম্পানের প্রভাবে বুধবার সন্ধ্যা থেকে রাজশাহীতে শুরু হয় দমকা হাওয়া ও বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮১ মিলিমিটার।

এ সম্পর্কিত আরও খবর