কোরবানির গরুর মাংস পাবে ২ লাখ রোহিঙ্গা

জেলা, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | 2023-08-16 08:30:34

কক্সবাজার: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার বসবাস এখন কক্সবাজারের উখিয়া-টেকনাফে। গত বছর এসব রোহিঙ্গার ঈদ কেটেছিল অনাহারে। কিন্তু বাংলাদেশ সরকারের সহযোগিতায় এবার রোহিঙ্গাদের মাঝে উৎসবের আমেজ দেখা যাচ্ছে।

সরকারের পক্ষ থেকে বিভিন্ন এনজিওর সহযোগিতায় উখিয়া-টেকনাফের ৩০টি ক্যাম্পে বসবাসরত প্রায় ২ লাখ রোহিঙ্গা পরিবারের মাঝে বিতরণ করা হবে গরুর মাংস।

বাংলাদেশ সরকার, দেশি-বিদেশি দাতা ও এনজিও সংস্থা কোরবানির পশু সরবরাহ শুরু করেছে বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান।

তিনি জানান, রোহিঙ্গাদের মাংস সরবরাহ মনিটরিং করার জন্য জেলা প্রশাসকসহ ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ১ হাজারের বেশি পশু হস্তান্তর হয়েছে। প্রায় ১২ হাজার পশু টার্গেট করা হয়েছে। যা প্রায় ২ লাখ রোহিঙ্গা পরিবারের মাঝে বিতরণ করা হবে।

উল্লেখ্য, আগামী ২৫ আগস্ট রোহিঙ্গা সংকটের এক বছর পূর্ণ হবে। এবার উৎসবমুখর পরিবেশে ঈদ পালন করবে তারা। এ লক্ষ্যে প্রায় ১২ লাখ রোহিঙ্গার মাঝে এবার ঈদ সামগ্রীও বিতরণ করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর