পীরগাছায় কালবৈশাখী ঝড়ে ফসলের ক্ষতি

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর) | 2023-08-25 13:34:38

রংপুরের পীরগাছায় ঈদের আগের রাতে কালবৈশাখী ঝড়ে বোরো ধান, ভুট্টা, আম ও লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া রাত থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলার বেশির ভাগ এলাকায় বিঘ্নিত হয়েছে মোবাইল সেবা।
সোমবার (২৫ মে) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়নি।

জানা গেছে, অন্যান্য অঞ্চলের তুলনায় এবছর পীরগাছায় ধান কাটা মাড়াই দেরিতে শুরু হয়েছে। শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক ধান কাটতে পারেনি। কিন্তু ঝড়ো বাতাসে বেশির ভাগ ক্ষেতের ফসল মাটিতে শুয়ে পড়েছে। নিচু এলাকায় ফসল পানির নিচে তলিয়ে গেছে। বেশিরভাগ গাছের আম ও লিচু ঝড়ে পড়েছে। বৃষ্টি ও ঝড়ো বাতাসে ভুট্টা ক্ষেতসহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। ভোর পর্যন্ত কয়েক দফা ঝড় বয়ে যায়। এতে বিভিন্নস্থানে গাছপালা উপড়ে পড়ে ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

কান্দি ইউনিয়নের আব্দুস ছালাম বলেন, বিদ্যুৎ চলে গেলেই কান্দিসহ আশেপাশের এলাকায় মোবাইল নেটওয়ার্ক উধাও হয়। ফলে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় থেকে এমন অবস্থা চললেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছা জোনাল অফিসের ডিজিএম আব্দুল জলিল বার্তা২৪.কমকে বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনে সমস্যা হয়েছে। দ্রুত লাইন চালু করার কাজ চলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান বার্তা২৪.কমকে বলেন, উপজেলায় প্রায় ৪০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। ক্ষতির বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর