নেত্রকোনায় ঝড়ে ৩ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত, আহত ১০

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2023-08-30 18:04:51

হঠাৎ করে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে নেত্রকোনার আটপাড়া উপজেলায় অন্তত তিন শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ঝড়ে আহত হয়েছেন অন্তত দশজন।

এছাড়া ঝড়ে বোরো ফসলসহ মৌসুমি সবজি, ফল ও গাছপালারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়। প্রায় ১০ মিনিট স্থায়ী এ ঝড়ে আটপাড়া উপজেলার সুনই, গোয়াতলা, বরতলি, মুনসুরপুর, নারায়ণপুর, বানিয়াজান, আটিকান্দা, নুনেশ্বর, মল্লিকপুর, দেওগাঁও, পোখলগাঁও, অভয়পাশা, সীতারামপুর, পাহাড়পুর, স্বমুশিয়াসহ অন্তত ২৫টি গ্রামের প্রায় তিন শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত ও অনেক গাছপালার ক্ষয়ক্ষতি হয়। বিদ্যুতের তারের ওপর গাছের ডালপালা পড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিভিন্ন সড়কে গাছ পড়ে থাকায় ওইসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আটপাড়া উপজেলার বাসিন্দা মনিরুজ্জামান বাবুল বলেন, ‘সকাল সাড়ে ৮টায় গোসল করে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ প্রচণ্ড বেগে ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নুনেশ্বর, স্বমুশিয়া, বানিয়াজান ও সুনই ইউনিয়নে।’

ঝড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন

আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম বলেন, ‘ঝড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশু ও এক বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন।’

এ বিষয়ে বিকেলে আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা সুলতানা বলেন, ‘ক্ষয়ক্ষতির সম্পূর্ণ বিবরণ এখনো পাওয়া যায়নি। তবে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর