খুলনায় ৬ পুলিশ সদস‌্যসহ আরও ১০ জন করোনায় আক্রান্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-28 01:44:14

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬ পুলিশ সদস‌্যসহ নতুন আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৫ মে) পিসিআর মেশিনে ৯৪টি নমুনা টেস্ট হয়েছে। খুলনার নমুনা ছিল ৬৩টি, বাকিগুলো অন‌্য জেলার নমুনা।

খুলনা মে‌ডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘খুমেকের পিসিআর ল্যাবে সোমবার ৯৪টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এতে ১০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে খুলনার ৬৩টি নমুনা পরীক্ষা করা হয়, বাকিগুলো অন‌্য জেলার নমুনা। আক্রান্তদের মধ্যে ৬ পুলিশ সদস‌্যসহ ৮ জন খুলনার, একজন যশোর অভয়নগর ও একজন মাগুরার।’

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী পাওয়া গিয়েছে ৪২১ জনের। সুস্থ হয়েছে ১৪৯ জন ও বিভাগে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮ জন। এনিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৬ জনে। সুস্থ হয়েছেন ১২ জন। মারা গেছেন ২ জন।’

এ সম্পর্কিত আরও খবর