সেবা না পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে নারীর সন্তান প্রসব

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-25 18:30:48

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাশেদা বেগম (৫০) নামের এক অন্তঃসত্ত্বা নারী সন্তান প্রসবের জন্য আসলে ভর্তি নেয়নি চিকিৎসকরা। পরে ওই অন্তঃসত্ত্বা নারী বাড়ি ফিরে যাবার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন স্থানে সন্তান প্রসব করেন।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন স্থানে রাশেদা বেগম ছেলে সন্তান জন্ম দেন।

ওই প্রসূতি মা উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (ভাঙ্গা বাঁধের মাথা) গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।

স্বজনরা জানান, বাড়িতে থাকা অবস্থায় রাশেদা বেগমের প্রসব বেদনা উঠে। এসময় দেরি না করে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা রাশেদাকে ভর্তি করেনি। পরে চিকিৎসকদের একাধিকবার অনুরোধ করা হলেও কর্ণপাত করেনি। নিরুপায় হয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে আসতেই স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন স্থানে রাশেদা বেগম সন্তান প্রসব করেন। এতে স্থানীয় লোকজন সহযোগিতা করেন রাশেদাকে।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রিপন কুমার বর্মণ বার্তা২৪.কম-কে জানান, বেশি বয়সী গর্ভবতীদের প্রসবকালীন সময়ে রক্তক্ষরণ হয়। এ জন্য রাশেদাকে ভর্তি করা হয়নি। তাকে অন্যত্র ভর্তির পরামর্শ দেওয়া হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর