নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা এলাকায় ধানমাড়াই মেশিন উল্টে পিয়াস হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সে জোনাইল ইউনিয়নের চামটা গ্রামের মো. খলিল হোসেনের ছেলে ও জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।
মঙ্গলবার (২৫ মে) সকালে চামটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ দীলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, পিয়াসদের একটি চাকাযুক্ত ধান মাড়াই করার মেশিন ছিলো। মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা ধান মাড়াই করতো। আজ সকালে ধান মাড়াই করার জন্য পাশ্ববর্তী ভিটা কাজিপুরের উদ্দেশে পিয়াসসহ আরো দুইজন রওনা দেয়। চামটা বিলের ব্রিজে ওঠার সময় ধান মাড়াই করার মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাঁচার জন্য পিয়াস এবং মেশিনে থাকা আরো দুইজন লাফিয়ে পড়লে মেশিনটি উল্টে পিয়াসের ওপর পড়ে।
আহত অবস্থায় পিয়াসকে জোনাইল শাফি জেনারেল হাসপাতালে আনা হয়। এস ময় অবস্থার অবনতি হলে বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।