কুমিল্লায় করোনা আক্রান্তের নতুন রেকর্ড, একদিনেই ৭০

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,কুমিল্লা | 2023-08-25 07:36:47

কুমিল্লায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী কনোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে আক্রান্তের নতুন রেকর্ড। রেকর্ড ভেঙে এবার একদিনেই জেলায় নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মরণঘাতী ভাইরাসটিতে জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এখন ৭৮১ জন।

এদিকে, কুমিল্লায় এখন পর্যন্ত ১০০ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন এবং করোনার ছোবলে মোট মারা গেছেন ২৩ জন। তবে নতুন করে কেউ সুস্থ বা মৃত্যুবরণ করেননি।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.নিয়াতুজ্জামান।।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, কুমিল্লায় নতুন আক্রান্তদের মধ্যে জেলার মুরাদনগরের ১৫ জন, বুড়িচংয়ের ২০ জন, চান্দিনার ১৭ জন, আদর্শ সদরে ৬ জন, লাকসামে ৬ জন, লালমাইতে ২ জন, হোমনায় ২ জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন রয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ৮ হাজার ১৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর এই পর্যন্ত নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে ৭ হাজার ৪৩৫ জনের। এর মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭৮১ জন। আর মোট মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০ জন।

এ সম্পর্কিত আরও খবর