বরগুনার পাথরঘাটায় হরিণের মাথা ও দুটি চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে বনবিভাগের কাছে এগুলো হস্তান্তর করা হয়।
এর আগে, ভোর ৪ টার দিকে উপজেলার বাদুরতলা খালের পাড় থেকে একটি ব্যাগ থেকে হরিণের মাথা ও দুটি চামড়া উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মেহেদি বলেন, ‘হরিণের চামড়া ও মাথা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যাই। টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়। পরে বাদুরতলা খালের পাড় থেকে প্লাস্টিক ব্যাগভর্তি একটি মাথা ও দুটি চামড়া উদ্ধার করা হয়।’