জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। এই বৈঠকের পর জুলাই ঘোষণাপত্রে কী কী থাকবে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ বলেন, বিএনপি জামায়াত ও অন্যান্য সব অভ্যুত্থানের শক্তি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত। কিন্ত ঘোষণাপত্রে কী থাকবে, তা নিয়ে একমত হওয়া যায়নি। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার সব রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে সরকারের সংলাপ হবে। সেখানে নিশ্চয় একমত হওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় জাতীয় পার্টি ও বাম দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাজনীতির মাঠে জাতীয় পার্টির অবস্থান আমাদের কাছে পরিষ্কার। এখন পর্যন্ত কোনো বৈঠকে তাদের আমরা ডাকিনি। তাই ঘোষণাপত্র বিষয়েও তাদের সঙ্গে কতা বলা আমরা যৌক্তি মনে করছি না। আর বাম দলগুলোর মধ্যে অনেক সংগঠন আছে, তবে গণঅভ্যুত্থানে যেসব দল প্রত্যক্ষভাবে সহায়তা করেছে তাদের সঙ্গে কথা হয়েছে, আরও হবে।
জুলাই ঘোষণাপত্র সংবিধানে লিপিবদ্ধ হবে কিনা এ প্রশ্নে মাহফুজ আলম বলেন, ‘সরকারের দিক থেকে এই ঘোষণাপত্র অবলম্বনে একটি লিগ্যাল ডকুমেন্ট প্রস্তুত করার পর্যালোচনা-আলোচনা চলছে। এটা আরো আগে হওয়ার কথা ছিল, কিন্তু জনগণ থেকে আসার আগে আমরা এটা করতে পারছি না। আগে জনগণ থেকে আসুক তারপরেই সবাই মিলে এটা করব। সংবিধানে অর্ন্তভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সব কিছুর ওপর নির্ভর করবে। যারা এ দায়িত্ব পাবেন বা আমরা যদি এ দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের দেয়- আমরা এটা করব। আগামী নির্বাচনে যারাই জিতবে তারা গণঅভ্যুত্থানের শক্তি হবেন। তারা এ ঘোষণাপত্র ধারণ করে জনগণের কাছে যাবে।
এর আগে গত ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। প্রশ্ন ওঠে, হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো এবং এর প্রভাব কী হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং তখন জানায়, এই উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয়।
তবে ৩০ ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ–অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।