মেহেরপুরে মারা যাওয়া শ্রমিকের করোনা পজিটিভ, পরিবারের ৪ জন আক্রান্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর | 2023-08-26 03:02:39

মেহেরপুর জেনারেল হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সেই মোটর শ্রমিকের করোনা পজিটিভ। একই সঙ্গে তার স্ত্রী, দুই ছেলেসহ পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩০ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস।

তিনি জানান, মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকায় মোটর শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদের আগে ঢাকা থেকে বাড়ি ফিরে স্বাভাবিক চলাফেরা করছিলেন তিনি। গত বৃহস্পতিবার সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে পরিবারের লোকজন তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা শুরু হয়। শুক্রবার সকালে আইসোলেশন ইউনিটে শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়। আজ তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

তিনি আরও জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই মোটর শ্রমিকের বাড়ি লকডাউন করে তার পরিবারের কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তার স্ত্রী, দুই ছেলে, ছেলের স্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

উল্লেখ্য, মেহেরপুর জেলায় মোট করোনায় আক্রান্ত ২৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন। মারা গেছেন ২ জন।

এ সম্পর্কিত আরও খবর