এসএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে এবার উত্তীর্ণ হয়েছে ৮৭ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাশের হার ছিল ৯০ দশমিক ৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯৪৮ শিক্ষার্থী।
রোববার (৩১ মে) সকাল ১১টায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি জানান, এবার ১ লাখ ৬০ হাজার ৬৩৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৮০ হাজার ৩০৯ জন এবং ছাত্রী ৮০ হাজার ৩২৬ জন। অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪০ হাজার ২৪৩ জন।
এবারের ফলাফলে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুন্দ্র সন্তোষ প্রকাশ করে বলেন, এবারের এসএসসিতে ছাত্রদের তুলনায় ছাত্রীরা অংশ নিয়েছিল বেশি এবং ফলাফলও ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভাল করেছে। এমনকি জিপিএ-৫ ছাত্রদের তুলনায় ছাত্রীরা বেশি পেয়েছে।