নাটোরে ভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-11 01:52:29

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের সিংহারদহ এলাকায় নিজ বাড়ির সামনে থেকে ফারুক হোসেন মিঠু (৩৬) নামে এক ইট ভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মিঠু ওই এলাকার আব্দুল্লাহর ছেলে। বুধবার (৩ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মিঠু। রাতে পরিবারের লোকজন তার খোঁজ করতে শুরু করেন। ভোর ৪টার দিকে বাড়ির দরজায় শব্দ পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে সেখানে মিঠুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, গলায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, মিঠুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে ধরতে অভিযান চালানো হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর