কিশোরগঞ্জ এক্সপ্রেসে যুক্ত হলো নতুন কোচ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 02:20:21

ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেসে বুধবার থেকে যুক্ত হলো নতুন কোচ। নতুন যুক্ত হওয়া এসব কোচ ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল পৌনে এগারোটার দিকে নতুন কোচ দিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জ এর উদ্দেশ্যে যাত্রা করেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি।

কিশোরগঞ্জ এক্সপ্রেসে মোট ১৪টি নতুন কোচ সংযুক্ত রয়েছে। এর মধ্যে দুটি এসি চেয়ার এবং একটি এসি স্লিপার কোচ রয়েছে। ঢাকা থেকে সপ্তাহে ছয়দিন চলাচল করবে ট্রেনটি। সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

তাছাড়া, যাত্রাপথে আপ ও ডাউনে ট্রেনটি মোট ৯টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়া হবে। সেগুলো হলো- ঢাকা বিমানবন্দর, নরসিংদী, মেথিকান্দা,ভৈরব বাজার জংশন, কুলিয়ারচ, বাজিতপুর, সরারচর, মানিকখালি, গাচিহাটা। তবে করোনার এই সময়ে সীমিত আকারে আন্তঃনগর ট্রেন চলছে তাই, ঢাকা বিমানবন্দর ও নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনটির যাত্রা বিরতি সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর