করোনায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের তালিকা হচ্ছে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-26 01:33:51

মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ বলেছেন, করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্যচাষিদের প্রণোদনা দেওয়ার লক্ষ্য একটি তালিকা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে প্রতিটি জেলা-উপজেলায় তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুর ১টায় রাজবাড়ীর বালিয়াকান্দির পাইককান্দি-চর আড়কান্দি মরা চন্দনা নদীর (বদ্ধ) জলমহালের জলাশয়ে পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধনের পর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, সরকার এরই মধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত মৎস্যজীবি ও কৃষকদের প্রণোদনা দেওয়ার জন্য প্রাণী, মৎস্য ও কৃষি বিভাগকে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যেভাবেই হোক আমাদেরকে করোনার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হবে।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৎস্য অধিদফতর ঢাকা বিভাগের উপ-পরিচালক সৈয়দ মো. আলমগীর হোসেন, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক মো. আলিমুজ্জামান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান নায়েব আলী শেখ।

জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন রাজবাড়ী জেলা মৎস্য অধিদফতর।

এ সম্পর্কিত আরও খবর