ময়মনসিংহ শহররক্ষা বাঁধের কাজ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-18 10:26:57

সম্প্রতি প্রবল বৃষ্টিপাতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর শহররক্ষা বাঁধের ৫টি স্থানে বিস্তীর্ণ অংশ ভেঙে নদের গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে দৃষ্টিনন্দন, মনোরম পরিবেশে নানান প্রজাতির বৃক্ষ সমৃদ্ধ সৌন্দর্য মন্ডিত জয়নুল আবেদিন পার্কটির অস্তিত্ব এখন হুমকির মুখে। অস্তিত্ব রক্ষায় নেওয়া হয়েছে সংস্কারের উদ্যোগ। সেই সংস্কার কাজ পরিদর্শন করেছেন ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি।

বুধবার (৩ জুন) বিকেলে ভেঙে যাওয়া বাঁধের বিভিন্ন অংশের সংস্কার কাজ সরেজমিন পরিদর্শনে যান বিভাগীয় কমিশনার। এসময় তিনি সংস্কারে মানসম্পন্ন বালুভর্তি জিওটেক্স বস্তা, ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন এবং সুষ্ঠুভাবে বাঁধের সংস্কার কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ডে প্রকৌশলীরা জানান, নগরের কাচারিঘাট থেকে জয়নুল উদ্যানে এ বছর ৫টি স্থানের বিস্তীর্ণ অংশ বৃষ্টির পানিতে ভেঙে গেছে। জরুরি ভিত্তিতে ৭ লাখ ৬৭ হাজার টাকার প্রকল্প তৈরি করা হয়েছে। তা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম. রহমানের মাধ্যমে কাজ করানো হচ্ছে।

এছাড়া গত বছর প্রবল বৃষ্টির পানিতে ময়মনসিংহ শহররক্ষা বাঁধের ১৮টি স্থান ভেঙে গিয়েছিলো। তা গত মার্চে দরপত্র আহ্বান করা হলে ৩৬ লাখ টাকার কাজও বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

এ সম্পর্কিত আরও খবর