নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে পুলিশের দুই সদস্য সহ গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় নীলফামারী সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মন বার্তা২৪.কমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে সৈয়দপুর রেলওয়ে পুলিশের দুই সদস্য সহ ৪ জন, সদর উপজেলার ১ জন ও কিশোরগঞ্জ উপজেলার ১ জন রয়েছেন।
উল্লেখ্য, নীলফামারী জেলায় মোট করোনায় আক্রান্ত ১৫৩ জন, সুস্থ হয়েছেন ৫৩ জন, মারা গেছেন ৪ জন।