নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুন নাহার শিউলির সভাপতিত্বে অভ্যন্তরীণ বোর ধান চাল কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন।
উল্লেখ্য, ২০২০ সালে বোরো মৌসুমে উপজেলায় বোরো ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ শত মেট্রিক টন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফিতা কেটে ও ওজন দিয়ে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন খাদ্য বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী, মিল মালিক ও কৃষক প্রতিনিধিরা।