চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে পাপিয়া বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নিজ বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। মৃত পাপিয়া উপজেলার পাকা ইউনিয়নের চর পাকা গ্রামের হেরাস উদ্দীনের স্ত্রী।
মৃতের স্বজনরা জানান, বিকেলে হঠাৎ করে বজ্রপাতসহ হালকা বৃষ্টি শুরু হয়। এ সময় তিনি বজ্রপাতে অসুস্থ পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ঘটনা শুনেছি। তার পরিবারকে আর্থিকভাবে অনুদান দেওয়া হবে।’