বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৬ শিশুসহ নতুন করে ৪২ জন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ছয় শিশু, ২৯ জন পুরুষ এবং ৭ জন নারী রয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে পাওয়া ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ১৬৩টির মধ্যে ২৭টি পজিটিভ ও টিএমএসএস মেডিকেল কলেজ থেকে পাওয়া ৪২টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৫টি পজিটিভ।
আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ২৮ জন, শেরপুরে ৮ জন, গাবতলীতে দু’জন, ধুনটে দু’জন, শাজাহানপুর ও কাহালুতে একজন করে।
বৃহস্পতিবার পর্যন্ত বগুড়ায় মোট আক্রান্ত ৫১৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪৮ জন।