যানবাহনের চাপ নেই পাটুরিয়ায়, দৌলতদিয়ায় দীর্ঘ লাইন

জেলা, জাতীয়

স্টাফ করেসপেন্ডন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 21:51:36

মানিকগঞ্জ: দক্ষিণাঞ্চলের প্রায় ২১ টি জেলার সঙ্গে রাজধানীতে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। ঈদসহ যে কোন উৎসবে নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে থেকে ভোগান্তির কবলে পড়া বেশ পুরানো।

সাধারণ সময়ের চেয়ে নৌরুটের বহরে যোগ করা হয়েছে অতিরিক্ত তিনটি ফেরি। তারপরও প্রায়ই ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন জমে যাচ্ছে। নদীতে প্রচণ্ড স্রোতে এবং বাড়তি যানবাহনের জন্যেই এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানান ফেরিঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সোমবার (২০ আগস্ট) সকাল ৯ টা পর্যন্ত বাড়তি যানবাহনের চাপ নেই পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। তবে ঢাকামুখী যাত্রীবাহী বাস ও গরুবাহী ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। এতে করে নৌরুট পারের অপেক্ষায় প্রতিটি যানবাহনকে প্রায় ২ থেকে তিন ঘন্টা পর্যন্ত অপেক্ষামাণ থাকতে হচ্ছে ফেরিঘাট এলাকায়।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারি ব্যবস্থাপক রুহুল আমিন জানান, ঢাকামুখী বাড়তি যানবাহনের বেশ চাপ রয়েছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। সবশেষ দৌলতদিয়া ঘাট এলাকায় শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

তবে অপেক্ষামাণ যানবাহনের বেশির ভাগই গরুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস। বন্ধ রাখা হয়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার। নৌরুটে ছোট বড় মিলে ১৯ টি ফেরি চলছে। ছোট একটি ফেরি যান্ত্রীক ত্রুটির কারণে সাময়িকভাবে মেরামত কারখানায় রয়েছে। দুপুর নাগাদ ওই ফেরিটিও নৌরুটে যোগ হবে বলে জানান তিনি। 

পাটুরিয়া ফেরিঘাট থানা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ভোরের দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের কিছুটা চাপ থাকলেও এখন কোন চাপ নেই। দক্ষিণাঞ্চালমুখী যানবাহনগুলো সরাসরি ফেরি পারাপারের সুযোগ পাচ্ছে। যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির চাপ না থাকার কারণে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর