কুমিল্লায় একদিনে ১১৬ জন করোনায় আক্রান্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-24 01:15:35

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যদিও শুক্রবার (৫ জুন) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আজ করোনা পজিটিভ ৭ জন। তবে রাত ১০টার দিকে নতুন আরও ১০৯ জনসহ সেই সংখ্যা ১১৬ জনে দাঁড়ায়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৯০ জনে।

এদিকে, দেবিদ্বারের নতুন ১০ জনসহ এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯৪ জন। আর ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বারের নতুন ২ জনসহ এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪০ জনের।

শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা থেকে এই পর্যন্ত ১১ হাজার ৪৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর এ পর্যন্ত পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে ১০ হাজার ১০ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১১৬ জনের মধ্যে চান্দিনার ৫ জন এবং হোমনা ২ জন, দাউদকান্দির ১১ জন, লাকসামের ১৪ জন, চৌদ্দগ্রামের ২২ জন, দেবিদ্বারের ১৩ জন, বুড়িচংয়ের ৯ জন, বরুড়ার ৩ জন, সদর দক্ষিণের ৬ জন, ব্রাহ্মণপাড়ার ৩ জন, মেঘনার ৩ জন, মুরাদনগরের ২ জন, লালমাইয়ে ১ জন ও কুমিল্লা নগরীর ২২ জন রয়েছেন।

 

এ সম্পর্কিত আরও খবর