দগ্ধ হয়ে বিএসআরএম ফ্যাক্টরির শ্রমিক নিহত, আহত ৪

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মিরসরাই, চট্টগ্রাম | 2023-08-28 10:50:22

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম ফ্যাক্টরিতে কাজ করার সময় লোহার গলিত সিসায় দগ্ধ হয়ে আবুল কাশেম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৪ শ্রমিক।

শনিবার (৬ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত আবুল কাশেম মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- গিয়াস উদ্দিন (২৪), নুর হোসেন (৩০), মহিউদ্দিন (২৮) এবং নজরুল ইসলাম (২৪)।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, বিকেলের দিকে বিএসআরএম ফ্যাক্টরিতে লোহা গলানোর কাজ করছিল শ্রমিকরা। এ সময় গরম তরল সিসায় ৫ শ্রমিক দগ্ধ হয়। দ্রুত তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি ৪ জনকে হাসপাতালে ভার্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বিএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তপন দাশ গুপ্তা বলেন, ‘কারখানায় দুর্ঘটনার কথা শুনেছি। তবে কী কারণে দুর্ঘটনা হয়েছে তা বিস্তারিত জানি না। খবর নেয়ার চেষ্টা করছি আমরা।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. মিথুন পালিত জানান, আহতদের মধ্যে অনেকের শ্বাসনালি পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

 

এ সম্পর্কিত আরও খবর