করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে সিএমএইচে স্থানান্তর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 23:31:36

করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে বান্দরবান হতে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।

রোববার (৭ জুন) জরুরি ভিত্তিতে বান্দরবান হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার যোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে বান্দরবান সেনানিবাসের হেলিপ্যাড হতে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রেরণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর