কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে অভিযুক্ত বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল গ্রেফতার হয়েছেন।
শনিবার (৬ জুন) রাতে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি তাকে গ্রেফতার করে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে তিনি এমপি পাপুলের গ্রেফতারের বিষয়টি জেনেছেন।
রাষ্ট্রদূত এসএম আবুল কালাম বলেন, ‘কুয়েতের সিআইডি তাকে গ্রেফতার করেছে৷ তবে এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে।’
এদিকে, মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের সহধর্মিণী ও সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন, লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেফতার সম্পর্কিত যে তথ্য গণমাধ্যমে এসেছে তা ঠিক নয়। তিনি সেখানে কোনো মামলার আসামি নন। কুয়েত সরকার তাদের নিয়ম অনুযায়ী তার ব্যবসায়িক বিষয়ে আলোচনার জন্য তাকে সেখানকার সরকারি দফতর বা সিআইডিতে ডেকে নিয়েছে। বিষয়টি নিয়ে দূতাবাসের পরিষ্কার কোনো তথ্য ছাড়া কাউকে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানাচ্ছি।