তিন ঘণ্টায় গাবতলী ব্রিজ পার হল না বাস

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 18:32:30

ঢাকা: 'তিন ঘণ্টা আগে গাড়িতে উঠেছি অথচ এখনও গাবতলী ব্রিজ পার হতে পারিনি। জানি না কখন বাড়িতে পৌঁছাব!'

সোমবার (২০ আগস্ট) হানিফ পরিবহনের বাসে বসে বার্তা২৪.কমকে কথাগুলো বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহদী আল মুহতাসিম।

তিনি বলেন, গাবতলী অাসতেও জীবনে কখনো এতটা দুর্ভোগ পোহাতে হয় নি।

জানা যায়, মাহদি দিনাজপু্র গামী হানিফ পরিবহণের একটা গাড়িতে উঠেন সোমবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭ টায়। গাবতলী বালুর মাঠ থেকে তার বাস ৪৫ মিনিট দেরিতে ছাড়ে। বাসটি বালুর মাঠ থেকে বের হয়ে টেকনিক্যাল মোড় থেকে ঘুরে গাবতলী ব্রিজে আসতে আসতে ঘড়ির কাঁটায় তখন রাত ১০ টা।

সরেজমিনে দেখা যায়, বিকেল থেকে কলেজগেট- গাবতলীর রাস্তায় হাজারো বাস থমকে যায়। একপর্যায়ে মানুষ লোকাল বাস থেকে নেমে পায়ে হেটে কল্যাণপুর ও গাবতলি বাসস্ট্যাণ্ডের দিকে যাওয়া শুরু করে। এ

প্রতিবেদন লেখা পর্যন্ত ঘরমুখো মানুষের স্রোতে রাস্তায় তিল ধারণের জায়গা নেই।

জানতে চাইলে যাত্রী মিজানুর রহমান বার্তা২৪.কমকে বলেন, সেই কলেজ গেট থেকে হেটে গাবতলীতে পৌঁছাই। এরপর শুনি বাস লেট হবে।

জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস খুব ধীর গতিতে চলাচল করছে। রাতের দিকে ওই সড়কে জ্যাম হওয়ার সম্ভাবনা আছে।

কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, উত্তরবঙ্গগামী বাসগুলোতে কয়েক ঘণ্টার শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

কাউন্টার মাস্টারদের অভিযোগ, ঢাকা -টাঙ্গাইল মহাসড়কে জ্যাম, গাবতলীর গরুর হাট জ্যামের জন্য দায়ী।

জানা গেছে, সোমবার থেকে মহাসড়কে জ্যামের কারণে উত্তরবঙ্গগামী বাসগুলো ধীর গতিতে চালাচল করছে। রাতে জ্যাম অারো বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা অাছে।

এ সম্পর্কিত আরও খবর