আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বারে বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বারে বিক্ষোভ

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বারে বিক্ষোভ

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার-এ বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার (২৭ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট বারের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলামের আদালতে আনা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে পুলিশের প্রিজনভ্যানে তোলা হয়। এই সময় আদালত প্রাঙ্গণে তার অনুসারীরা বিক্ষোভ করতে থাকে। ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এলাকার বেশ কয়েকটি স্থাপনা ও আদালত এলাকার মসজিদের কাচ ভাঙচুর করে তারা। এই সময় চিন্ময়ের অনুসারীরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।