ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি কচুক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধারকৃত অজ্ঞাত সেই তরুণীর পরিচয় মিলেছে। নিহতের নাম লাভনী আক্তার (২৬)। তিনি টাঙ্গাইল জেলার এলেঙ্গা পৌরসভার হিন্নাইপাড়া গ্রামের মুজিবুর রহমানের মেয়ে।
বুধবার (১০ জুন) রাতে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বামী লাল মিয়ার সঙ্গে দ্বন্দ্ব থাকায় লাভনী আক্তার গাজীপুরের কোনাবাড়িতে আলাদা থাকতেন ও একটি গার্মেন্টসে কাজ করতেন। ধারণা করা হচ্ছে, গত মঙ্গলবার রাতে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে ওই এলাকায় ফেলে রেখে গেছে অপরাধীরা।
হত্যার রহস্য উদঘাটনে সিআইডিসহ পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন বলেও জানান ওসি।