জীবননগরে গাছের ডাল কাটতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2023-08-23 00:50:35

চুয়াডাঙ্গা জীবননগর পাথিলা ফার্মেরর কাছে গাছের শুকনা ডাল কাটতে গিয়ে  আম্পান ঝড়ে ভেঙে থাকা একটি ডাল পড়ে ফারুক হোসেন (৪৫) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) জীবননগর-দত্তনগর সড়কে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে জীবননগর থানায় এক‌টি অপমৃত্যু মামলা হয়েছে ।

নিহত ফারুক হোসেন (৪৫) উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামের মাঝপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ফারুক হোসেন বাড়িতে রান্নার কাজে লাকরির জন্য জীবননগর-দত্তনগর সড়কের পাশে পাথিলা ফার্মের সামনে একটি চটকা গাছে শুকনা ডাল কাটার জন্য ওঠেন। এ সময় ঝড়ে ভেঙে থাকা অন্য একটি বড় ডাল তার উপরে পড়ে এতে গুরুতর আহত হন তিনি।

পরে সড়কের চলাচলকারী লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করতে ব্যর্থ হয়ে জীবননগর থানায় ও ফায়ার সার্ভিসে খবর দেয়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ফারুক হোসেনকে গাছ থেকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ ফারুক হোসেনর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছ থেকে শুকনা লাকরি পাড়তে গিয়ে পাথিলায় গাছের ডালের চাপায পড়ে তার মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর