ভালুকা হয়ে উঠছে করোনার কেন্দ্রস্থল

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-29 22:42:29

শিল্পাঞ্চল হিসেবে খ্যাত ময়মনসিংহের ভালুকা উপজেলা। এখানে গড়ে উঠা গার্মেন্টস, টেক্সটাইল, ওষুধ শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন কারখানায় করোনাকালীন সময়েও কাজ করছেন বহু শ্রমিক। সম্প্রতি উপজেলাটিতে ব্যাপক হারে বেড়ে গেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। যার বেশীরভাগই কারখানা শ্রমিক।

শুক্রবার (১২ জুন) সর্বশেষ পাওয়া তথ্য মতে, এ পর্যন্ত উপজেলাটিতে করোনার উপস্থিতি মিলেছে ১৫৬ জন ব্যক্তির শরীরে। যেখানে কারখানা শ্রমিকের সংখ্যাই ৮২ জন।

জানা গেছে, গত ৪ জুন (বৃহস্পতিবার) থেকে উপজেলার কারখানাগুলোতে সংক্রমিত রোগী শনাক্ত হতে থাকে। ওই দিন তিনজন নারীর করোনা শনাক্ত হয়। সবাই কারখানাশ্রমিক। পরদিন শুক্রবার উপজেলায় ১৯ জন শনাক্ত হন। তাদের মধ্যে আটজন পোশাক কারখানার শ্রমিক। তারা স্কয়ার ফ্যাশন নামের একটি কারখানায় কাজ করেন। এরপর শনিবার উপজেলায় ১১ জনের করোনা শনাক্ত হয়, যাদের ৮ জনই ছিলেন পোশাক কর্মী। তারাও এসকিউ, স্কয়ার ফ্যাশনসহ অন্যান্য কারখানার শ্রমিক। পরেরদিন রোববার শনাক্ত হয় ২১ জন, যাদের ২০ জনই তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। এরপর মঙ্গলবার শনাক্ত হওয়া ৩৫ জনের মধ্যে ২৭ জন এবং বুধবার ১৮ জনের মধ্যে ১৬ জনই কারখানা শ্রমিক।

করোনায় শনাক্তের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ১৯ এপ্রিল। প্রথম করোনা শনাক্তের পর সংখ্যাটি ৫০ ছুঁতে সময় নেয় ৪৮ দিন। এর মধ্যে শ্রমিক ছিলেন মাত্র তিনজন। পরের মাত্র তিনদিনেই আরও ৫১ এবং এরপর দুইদিনে ৫৩ জন শনাক্ত হন। এই ১০৪ জনের মধ্যে কারখানা শ্রমিকই রয়েছেন ৭৯ জন।

এদিকে কারখানার ভেতরে স্বাস্থ্যবিধি মেনেই কাজ করানো হচ্ছে দাবি করে স্থানীয় স্কয়ার ফ্যাশনের কর্মকর্তা (অ্যাডমিন) মো. রফিক বলেন, ঈদের সময়ে শ্রমিকেরা বাড়িতে চলে গিয়েছিলেন। ছুটি শেষে আবার তারা কর্মস্থলে যোগ দিয়েছেন। এই যাওয়া-আসার মধ্যে হয়তো কিছু শ্রমিক করোনায় সংক্রমিত হয়েছেন। এখন প্রতিদিনই পরীক্ষার মাধ্যমে তাদের আলাদা করা হচ্ছে। তাই সংখ্যাটা বাড়ছে।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ কামাল বলেন, কারখানার ভেতরে শ্রমিকদের দিয়ে স্বাস্থ্যবিধি মেনে কাজ করানোর চেষ্টা করে কর্তৃপক্ষ। কিন্তু আসা-যাওয়ার পথে স্বাস্থ্যবিধি মানেন না শ্রমিকেরা। ফলে উপজেলার শিল্পকারখানাগুলোতে প্রতিদিনই বাড়ছে সংক্রমিতের সংখ্যা।

তিনি জানান, বৃহস্পতিবার (১১ জুন) ভালুকায় নতুন করে তিনজনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন ও মৃত্যুবরণ করেছেন দুইজন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. এ.বি.এম মসিউল আলম জানান, বৃহস্পতিবার ময়মনসিংহে নতুন করে ২১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫০ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৩ জন ও মৃত্যু হয়েছে ১০ জনের। আক্রান্তদের মধ্যে বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৫১০ জন ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন।

এ সম্পর্কিত আরও খবর