করোনা সংক্রমণ এড়াতে মানিকগঞ্জের সাত উপজেলার তিনটিতে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
উপজেলা তিনটি হলো—মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও সিংগাইর। দ্রুত গতিতে করোনা সংক্রমণ বেড়েই চলছে এসব উপজেলায়। এ কারণে এসব উপজেলায় কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার (১২ জুন) দুপুরে গণ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
সরকারি হিসাব মতে, এ পর্যন্ত মানিকগঞ্জ জেলার মোট চার হাজার ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে তিন হাজার ৭১৬টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে। যাতে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে ৩৮৭টি।
এর মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১১০ জন, সিংগাইর উপজেলায় ৭৬ জন, সাটুরিয়া উপজেলায় ৭৪ জন, ঘিওর উপজেলায় ৫২ জন, হরিরামপুর উপজেলায় ৩৩ জন, শিবালয় উপজেলায় ২৭ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ১১ জন।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২ জন এবং নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ২৪৮ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১০৪ জন এবং মারা গেছেন ৩ জন।
করোনা সংক্রমণ এড়াতে শুক্রবার দুপুরের পর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কঠোরভাবে মানিকগঞ্জের ওই তিন উপজেলা লকডাউনের আওতায় থাকবে বলে জানান জেলা প্রশাসক।