বার্তা২৪.কম ও ভ্রমণগদ্য প্রযোজিত মাহমুদ হাফিজ এর ট্রাভেলটক এর আজকের বিষয় ‘ট্রাভেল এ্যাজ এ্যান্টোরেজ’। নানা কারণে মানুষ ভ্রমণ করে দেশ-দেশান্তর। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বা ভিভিআইপি’র সঙ্গে যাঁরা দেশ-বিদেশ ভ্রমণ করেন, তাঁদের ভ্রমণের গল্পগুলো কেমন? নিশ্চয়ই ভিভিআইপি’র এ্যান্টোরেজ বা সফরসঙ্গী হিসাবে বিদেশভ্রমণ রোমাঞ্চকর ও অভিজ্ঞতায় পূর্ণ।
ভিভিআইপি সফরসঙ্গী হিসাবে ভ্রমণের গল্প নিয়ে আজ ট্রাভেলটকে যুক্ত হচ্ছেন দেশের প্রথিতযশা কয়েক সিনিয়র সাংবাদিক। বলবেন, তাদের পেশাজীবনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেশ-দেশান্তরে পেশাগত সফর ও অভিজ্ঞতার গল্প।
ট্রাভেলটকে যুক্ত হবেন আজ সাংবাদিক নেতা, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক শফিকুল করিম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামালউদ্দিন সবুজ, একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক বায়েজিদ মিল্কী প্রমুখ। সঞ্চালনা সিনিয়র সাংবাদিক ও ভ্রমণলেখক মাহমুদ হাফিজ।
অনুষ্ঠানে বাঁশি ও উচ্চাঙ্গ সুরের তানে ভরিয়ে দিতে যুক্ত হবেন স্থপতি রেজাউর রহমান ও তাঁর কন্যা সঙ্গীতশিক্ষার্থী রূপকথা রহমান।
বার্তা২৪.কম ও ভ্রমণগদ্য এর ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে আজ শনিবার রাত ৯ টায়।