বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় মেয়র বলেন, “মোহাম্মদ নাসিম জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পূত্র। মোহাম্মদ নাসিম তাঁর পিতার মতোই এ দেশের গণমানুষের নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। জাতি এক মহান নেতাকে হারালো”।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।