নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুরে একটি সবজি ক্ষেত থেকে আমিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) সকালে পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরা শশী গ্রামের একটি সবজি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আমিনুর রহমান উত্তরা শশী দক্ষিণ কোরানীপাড়ার মৃত আসান উদ্দীনের ছেলে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বার্তা২৪.কমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন আমিনুর রহমান। শনিবার সকালে তাকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একই এলাকার জামিল উদ্দীন সবজি ক্ষেতে কাজ করতে গিয়ে আমিনুর রহমানের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহতের গলায় রশি পেঁচানোর দাগ ছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে মরদেহ সবজি ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। এরপর ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি বলেও জানান ওসি।