ডাক বিভাগের উদ্যোগে বিনামূল্যে আম পরিবহন

, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-19 01:34:19

করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রান্তিক ও ক্ষুদ্র আম ব্যবসায়ীদের জন্য বিনামূল্যে আম পরিবহনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ।

শনিবার (১৩ জুন) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘কৃষকবন্ধু ডাক সেবা’র আওতায় বিনামূল্যে আম পরিবহনের উদ্বোধন করা হয়।

ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘কৃষকবন্ধু ডাক সেবা’র উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মো. রুহুল আমীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, আম গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ ডাক বিভাগের পোস্টমাস্টার লক্ষণ কুমার জানান, উদ্বোধনের দিন ৩ জন আমব্যবসায়ীর ৫ মেট্রিক টন আম নিয়ে ঢাকার উদ্দেশে ক্যাভার্ডভ্যান যাত্রা করেছে।

এ সম্পর্কিত আরও খবর