জয়পুরহাটে করোনাযুদ্ধে অংশ নিলেন ৪০ জন যুবক। জেলার বিভিন্ন স্থানে গণপরিবহন, হাট-বাজার, কারখানায় জীবাণুনাশক স্প্রে করা ছাড়াও সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করতে কাজ করছেন তারা।
বুধবার (১৭ জুন) সকালে জয়পুরহাট সদর উপজেলা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
এই করোনা যোদ্ধাদের নেতা জয়পুরহাট সদরের কড়ই গ্রামের আতাউর রহমান জানান, করোনা যোদ্ধাদের কার্যক্রমের মনিটরিং করছেন জয়পুরহাট পৌরসভার কাউন্সিলর আশরাফুল আলম প্রিন্স ও তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য চিকিৎসাসেবাসহ সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন ডা. শাহেদুল ইসলাম।