বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৭০২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫৩ জন এবং মারা গেছেন ২৫ জন।
বুধবার (১৭ জুন) দুপুর ১২ টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার (১৬ জুন) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫৪ জন পজিটিভ, টিএমএসএস মেডিকেল কলেজে ৮১টি নমুনা পরীক্ষার ফলাফলে ২৬ জন পজিটিভ। এছাড়া ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে ১০৬ জন পজিটিভ এসেছে।