করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার বাসিন্দা।
মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামীম কবির।
হাসপাতাল সূত্র জানায়, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেন তার পরিবার। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় সে ক্যান্সারে আক্রান্ত। সেই সঙ্গে তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে তাকে সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। বুধবার (১৭ জুন) দুপুর ১২টায় আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামীম কবির জানান, করোনাভাইরাসের পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর বলা যাবে তিনি আক্রান্ত ছিলেন কি না।