শ্রীমঙ্গল শহরের কালিঘাট এলাকা লকডাউন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মৌলভীবাজার | 2023-08-24 21:47:51

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহর ও শহরতলীর আটটি এলাকা রেড জোন ঘোষণার পর প্রথম পৌর শহরের একটি এলাকাকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৭ জুন) সকাল থেকে শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন চৌধুরী এবং থানা পুলিশ সড়কে বাঁশের বেরিকেড দিয়ে লকডাউন ঘোষণা করেন।

কৃষিপণ্যবাহী যানবাহন ও হাসপাতালের রোগী ছাড়া অন্য যানবাহনও জনসাধারণ চলাচলে নিষেধ করেছে উপজেলা প্রশাসন।

গত সোমবার শ্রীমঙ্গল উপজেলার শহর ও শহরতলীর ৮টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে জেলা স্বাস্থ্য বিভাগ।

রেড জোন এলাকাগুলো হলো- পৌর এলাকার কালিঘাট রোড, শ্যামলী, ক্যাথলিক মিশন রোড, সদর ইউনিয়নের উত্তর রুপসপুর, সবুজভাগ, মুসলিমবাগ, লালবাগ এবং বিরাহিমপুর এলাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘পৌর শহরের কালিঘাট পয়েন্ট থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত মৌলভীবাজার সিভিল সার্জন রেড জোন ঘোষণা করেছেন। এই এলাকায় এখন পর্যন্ত ৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বুধবার সকাল থেকে এই এলাকা লকডাউন করা হয়েছে। হাসপাতালের রোগী ও কৃষিপণ্যবাহী গাড়ি ছাড়া অন্যান্য যানবাহন চলাচল নিষিদ্ধ এবং ওই এলাকায় লকডাউন থাকা অবস্থায় মুদি দোকান ও ফার্মেসি ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে।’

সরকারি আইন না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর