পলাশবাড়ীতে সংক্রমিত এলাকা লকডাউন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম গাইবান্ধা | 2023-08-26 02:31:45

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় করোনায় মোট আক্রান্ত ২১ জন। সবচেয়ে বেশি ১৩ জন রোগী পৌরসভা এলাকায়। তাই পলাশবাড়ী পৌরসভার সংক্রমিত এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

পলাশবাড়ী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। বুধবার (১৭ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে।

লকাডাউন এলাকাটি হলো— পলাশবাড়ী পৌরসভার নতুন ৫নং ওয়ার্ডের নুনিয়াগাড়িস্থ উপজেলা প্রাণিসম্পদ অফিস মোড় থেকে এসএমবি স্কুলের পূর্ব পাশের মওলা
মাস্টারের বাসার দক্ষিণ পাশ দিয়ে সুলতান মিয়ার বাসা হয়ে মজনু মিয়ার বাসা পর্যন্ত লকডাউনের আওতাযুক্ত করা হয়েছে।

এসব এলাকার মানুষ বিনা প্রয়োজনে বাইরে যেতে পারবেন না এবং বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবেন না ৷

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান নয়ন জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে নানাভাবে কাজ করা হচ্ছে। সরকারের নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর