টাঙ্গাইল জেলায় নতুন করে একদিনে সর্বোচ্চ ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫৯। আক্রান্তদের মধ্যে সদরে ১০, কালিহাতী ২, নাগরপুর ১, মির্জাপুরে ১৩ এবং বাসাইল উপজেলায় ৪ জন রয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ১০ জুন ১০১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে বুধবার সকালে নমুনার ফলাফল আসে। এতে নতুন করে ২৯ জন আক্রান্ত হয়। এছাড়া জেলার বাইরে থেকে নমুনা দিয়ে আসা পজিটিভ একজন টাঙ্গাইলে অন্তর্ভুক্ত করা হয়। এখন পর্যন্ত জেলায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে, আর সুস্থ হয়েছেন ১২৭ জন। বর্তমানে ২২৬ জন চিকিৎসাধীন রয়েছেন।