গাইবান্ধায় ৫ জুয়াড়ির কারাদণ্ড

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-22 16:24:39

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়ি পুলিশের হাতে আটক পাঁচ জুয়াড়িকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) ফুলছড়ি উপজেলার আনছারের বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে ফুলছড়ি উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ দিন করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গজারিয়া গ্রামের শহিদুল ইসলাম (৪৮), খাটিয়ামারী গ্রামের নবী শেখের ছেলে আজম শেখ (৩০), দুদু মণ্ডলের ছেলে জানিক মণ্ডল (৩২), মধ্য খাটিয়ামারী গ্রামের মজিবর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩০) ও সোলাইমান হোসেনের ছেলে ওমর আলী (৩৪)

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বার্তা২৪.কমকে জানান, আটক পাঁচ জুয়াড়িকে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এ সম্পর্কিত আরও খবর